Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

সম্পাদক/সম্পাদিকা পরিচিতি:সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, সম্পাদক মেঘদূত সাহিত্য পত্রিকা, প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি

পরিচিতি 






সঞ্জয় কুমার মুখোপাধ্যায় বর্তমান সময়ে লেখালেখির জগতে একটি সুপরিচিত নাম। দীর্ঘদিন ধরে লিটিল ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন দৈনিক সংবাদপত্র এবং বাণিজ্যিক পত্রিকায় লিখে চলেছেন। প্রায় দুই শতক ধরে বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন সাহিত্যপত্র ও সাহিত্য সংগঠনের উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন। ভারত ও বাংলাদেশ থেকে বিভিন্ন পত্রিকা ও সংগঠনের থেকে নানান কৃতি সম্মানে সম্মানিত কবি ও সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায় এর সাম্প্রতিকতম দুটি কবিতার বই "নক্ষত্র সমাধি" ও "ঈশ্বর আমার সীমান্ত ফিরিয়ে দাও" ইতিমধ্যে পাঠক মহলে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। বর্ষ ২০২৩ কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গদ্য সাহিত্যে একটি গল্পের বই "ছিন্নমূলের ভূত ভগবান" এবং একটি ঐতিহাসিক উপন্যাস "শশাঙ্কের স্বর্ণমুদ্রা" প্রকাশিত হয়েছে।

প্রকাশিত কাব্যগ্ৰন্থ(৮): ইচ্ছে পাখীর স্বপ্ন (যুথিকা),বিশল্যকরণী‌ (তুহিনা‌ প্রকাশনী),সভ্যতার কালো বৃষ্টি(বাংলাদেশ),নৈঃশব্দ্য শব্দ সংলাপ, স্বল্পতে জল্প,পঞ্চ‌ সপ্তকে হাইকু,নক্ষত্রসমাধি (পালক পাবলিশার্স),ঈশ্বর আমার সীমান্ত ফিরিয়ে দাও (নির্বাণ বুকস্) গল্পগ্ৰন্থ (১)  ছিন্নমূলের ভূত ভগবান (পালক পাবলিশার্স) এবং উপন্যাস (১) শশাঙ্কের স্বর্ণমুদ্রা (পালক পাবলিশার্স)

এপার বাংলা ওপার বাংলা থেকে বহু উল্লেখযোগ্য সম্মানিত এই লেখকের ছদ্দনাম 'পথের অতিথি' 
বর্তমানে তিনি বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি সভাপতি ও মেঘদূত সাহিত্য পত্রিকার সম্পাদক হয়ে কার্যরত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ