অন্তরা সিংহরায় হলেন একজন শিক্ষিকা, সমাজসেবী,আবৃত্তি শিল্পী,সঙ্গীত শিল্পী,অঙ্কন শিল্পী, সাংবাদিক এবং ‘ আন্তরিক ’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদিকা। বহু সমাজ সেবা মূলক কাজের সাথে যুক্ত থাকেন ও নিজ উদ্যোগে বহু কাজ করে থাকেন ।কবির সাংস্কৃতিক জীবনের সূচনা হয় ছোটোবেলায় মা এর কাছে গান শেখার মাধ্যমে। প্রথম কবিতা লেখা শুরু দশ বছর বয়সে ।মাঝখানে বহুবছর লেখালেখির জগৎ থেকে দূরে থাকা ,সেই সময় আবৃত্তি,সংগীত, অঙ্কন ও গীটার বাজানোর প্রশিক্ষণ নেন । বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে আবৃত্তি বিশারদ এবং অঙ্কন বিভাকর সম্মাননা লাভ করেন এই সময়েই। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ প্রিয় অরুণিমাকে ’প্রকাশিত হয় ২০২০ সালে ও দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ জীবনস্মৃতিতে অরুণিমা ’ প্রকাশিত হয় ২০২১ সালে। 'তবুও কি প্রেম বুঝেছো ' কবির তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হতে চলেছে। কবিতা লেখার সাথে সাথে ছোট্ট গল্প লেখেন । সারাবছর ব্যাপী বহু পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয় ।
বাংলার বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিষ্ঠান থেকে শতাধিক সম্মাননা পেয়েছেন। নিষ্ঠাবান ও দায়িত্ববান শিক্ষিকা জন্য ন্যাশনাল বিল্ডার অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত হয়েছেন ২০১৮ সালে । সাংস্কৃতিক ও সাহিত্য চর্চা তাঁর ধ্যান জ্ঞান ।

1 মন্তব্যসমূহ
অভিনন্দন ও শুভকামনা দিদি।
উত্তরমুছুন