Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

কবিতাঃশ্রী অতনু রায়

শ্রী অতনু রায়

 







শ্মশানের স্বপ্ন

স্বপ্ন খুঁজেছি তোমায় শ্মশানের ধারে ,

বাস্তবের কাদামাটির অন্তরে অন্তরে।

পুরুষ সুখের শেষ কথার মানে...

সুখের বিশেষিত, অর্থ ভান্ডারে ;

আত্মীয় - পরিজন ভালোবাসে যখন তখন 

ঐ নির্বোধ পুরুষ উচ্চবিত্ত,

মানবিক হোক বা না হোক ...

শ্মশানের স্বপ্ন, শুধুই স্বার্থ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ