প্রদীপ কুন্ডু পিতা - দীপক কুন্ডু মাতা- রমা কুন্ডু, নিবাস-১৯১/ই নিমাই তীর্থ রোড, বৈদ্যবাটি, হুগলি-৭১২২২২ শিক্ষা - প্রাথমিক -শৈশব শিশু শিক্ষা নিকেতন (বেগমপুর, হুগলি), মাধ্যমিক- বেলুড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বালক বিভাগ), উচ্চমাধ্যমিক- সালকিয়া অ্যাংলো সংস্কৃতি হাই স্কুল, স্নাতক-ফিজিওলজি অনার্স (আনন্দমোহন কলেজ ,কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনে), স্নাতকোত্তর- বায়োকেমিস্ট্রি (ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি), ডিপ্লোমা- ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি (কলকাতা মেডিকেল কলেজ), D.el.ed (পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তর)
পেশা-প্রাথমিক শিক্ষক (পূর্বে- থানামাকুয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়/বর্তমানে -লাল মোহন বসু বিদ্যামন্দির)।
লেখালেখির জগতে খুব বড়ো নাম না হলেও কবির লেখা ইতিমধ্যেই বিভিন্ন সাহিত্যপ্রেমী মানুষের কাছে সমাদৃত হয়েছে। ছোটবেলার জীবন সংগ্রামের নানা ঘাত প্রতিঘাত তার কবিতায় ধরা দেয় বারবার। প্রেম,বিরহ ও জীবনের অনুভব মুল বইটির বিষয়বস্তু হলেও কবি ছোটদের জন্য লিখেছেন বহু কবিতা। এছাড়া বর্তমানে বাংলা সাহিত্যের বিভিন্ন কাব্য ঘরানাও তার কলমের ছোঁয়ায় উজ্জ্বল। বর্তমানে কবি জীবন প্রদীপ সাহিত্য পত্রিকার সম্পাদক।

0 মন্তব্যসমূহ