Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- আড়ালে কেন / নতিফুল মোহাম্মদ

 



আড়ালে কেন / নতিফুল মোহাম্মদ



স্বাধীনতা তুমি মরুর বুকে
নেমে আসা বরষা, 
স্বাধীনতা তুমি মুক্ত বাতাস
বেঁচে থাকার ভরসা।

স্বাধীনতা তুমি সব মানুষের
বেঁচে থাকার অধিকার
 মানুষের হয়ে মানুষের তরে
কাজ করারই অঙ্গীকার।

স্বাধীনতা তুমি আছো তেমন, 
হেথায় যখন আগমন? 
চারিদিকে চেয়ে দেখছি এ কি! 
প্রশ্নটার তাই জাগরণ।

তোমার ছোঁয়া পায়নি যাঁরা আজও
কষ্টে করে দিনযাপন, 
আড়ালে কেন বাইরে এসো
আজকে ভীষণ প্রয়োজন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ