![]() |
| কৃপা মোহন চাকমা |
কৃপা মোহন চাকমা
জন্ম ২৭ শে অক্টোবর ১৯৬৯ খ্রীঃ ভাঙ্গামুড়া গ্রামে,ধলাই ত্রিপুরা। পিতার নাম - নীল চন্দ্র চাকমা, মায়ের নাম রূপা পতি চাকমা। স্বামী বিবেকানন্দ সুভার্থী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক। ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি বিভাগে কর্মরত।
দিল্লি সাহিত্য আকাদেমি থেকে " SAHITYASHREE " National Award, Goutam Buddha National Samman, INDO NEPAL INTERNATIONAL AWARD - 2922. Dr. B.R. Ambedkar National Award 2021, Rastriya Samaj Seva Ratna Award - 2022, BHARAT BHUSHAN AWARD - 2022, Mayarani Memorial International Gold Medal -2021 পদকে ভূষিত হন।
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আন্তর্জাতিক " স্বর্ণ পদক ও সাহিত্য রত্ন খেতাব, " পার্বত্য কাব্য সম্মান " এ ভূষিত। আসামে " ভারত বন্ধু " বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। কিরাতরত্ন মুকুট খেতাব ও অন্যান্য সম্মাননায় ভূষিত হন।

0 মন্তব্যসমূহ