Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

সম্পাদক/সম্পাদিকা পরিচিতিঃ শ্রীমতী বন্দনা রায়,সম্পাদিকা: বীণাপাণি সাহিত্য পত্রিকা


সাহিত্যিক: বন্দনা রায়

জন্ম: 6 ফেব্রুয়ারি 1978
পিতা: ভানু রঞ্জন দে,
মাতা: আভা রানী দে
স্বামী:প্রকাশ রায়
শিক্ষা: স্নাতক

সম্পাদিকা: বীণাপাণি সাহিত্য পত্রিকা
সহ সম্পাদিকা: পঞ্চবর্ণক কাব্যচর্চা পর্ষদ

নেশা:কবিতা ও গল্প লেখা এবং স্টার মেকারে  গান করা,শখ: গল্প পড়া এবং গান শোনা। সমাজ সংসারে থেকে , সুখ দুঃখ, আনন্দ, বেদনা ,হাসি, কান্না বিভিন্ন অনুভূতি থেকে আমার  বেরিয়ে আসা লেখা। 
          সংসার সাগরে ডুবে থাকতে থাকতে বড়ো হাঁপিয়ে ওঠা চার দেওয়ালের বন্দি জীবন ভীষণ অস্থির হয়ে হাতে পাওয়া কবিতার বই ।  মনের অগোচরের ইচ্ছেগুলোকে রূপ দিতে  কলম তুলে নেওয়া । ভুল ঠিক কতো কাটাকাটি করতে করতে একসময় সাজিয়ে ফেলা কিছু শব্দের বুনন ।  মনের তৃপ্তি । 
সাধারণ গৃহবধু হিসেবে অবসরে কলম কালিকে সঙ্গী করে বদ্ধ অস্থিরতা থেকে মুক্তির স্বাদ বেছে নেওয়া ।  শুরু করা জীবনের আর এক অধ্যায় । স্নেহধন্যা দুই কন্যা সুস্মিতা ও দেবষ্মিতার উৎসাহ ও ভালোবাসায় সিঁড়ি ভেঙে এগিয়ে যাওয়া জীবনের উত্তরণে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ