![]() |
| শর্মিষ্ঠা শিকদার |
পরিচিতি
আমি শর্মিষ্ঠা শিকদার ১৯৯৯ সালে ১১ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার ভদ্রশ্বর শহরের ড: সি সি সি রোডের কৃষ্ণপট্টি কলোনীর অত্যন্ত মধ্যবিও ঘরে আমার জন্ম হয়। অনেকটা ছোটবয়স থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহ জন্মায় আমার মনে। আমার বয়স প্রায় ১০ বছর বয়স থেকে প্রথম কবিতা লেখা শুরু করি, আগেও কিছু কবিতা লিখেছিলাম কিন্ত সেগুলো কোনভাবে হারিয়ে গেছে।কিন্তু পঞ্চম শ্রেণীতে লিখেছিলাম সেগুলোকে একটি ডাইরিতে লিখতে শুরু করি এভাবেই আমার কবিতা লেখার সূচনা হল। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৩১৭ টি কবিতা লেখা হয়েছে(২০০৯-২০২৩)। বর্তমানে বিভিন্ন সাহিত্য পত্রিকা আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে।

0 মন্তব্যসমূহ