Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

সম্পাদক/সম্পাদিকা পরিচিতিঃশ্রী চঞ্চল মাইতি,সম্পাদক,তরঙ্গ সাহিত্য জীবন পত্রিকা এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাডেমি

শ্রী চঞ্চল মাইতি

 দুরন্ত ঝটিকা সম তপ্ত বালুকাবেলায় আজন্ম বেড়ে ওঠা শিশুর শব্দ নিয়ে আঁকিবুঁকি খেলার সাধ পূর্ণতা পায় সপ্তপদী ঘরাণাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে পেরে। আর যার সান্নিধ্যে মরুভূমিতে মরূদ্যানের সন্ধান পেলাম তিনি হলেন স্বনামধন্য সাহিত্যিক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। তরঙ্গ সাহিত্য জীবন পত্রিকা পরিবারের সম্পাদনা সূত্রে , উনার হাত ধরে প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ "কবিতার বসতবাটি " ; একেরপর এক প্রকাশিত কাব্যগ্রন্থগুলি "ঊর্মিমালা", "সাতের শূণ্যস্থান", "সপ্তপদী সোপান", "কুয়াশার আর্তনাদ" ইত্যাদি। গল্পগ্রন্থ "হেমন্তের পোস্টম্যান" ও একক সংকলন "ত্রিনয়ন" এ কবি মনের সুপ্ত বাসনা প্রস্ফুটিত হয়। সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের পাশে সাহিত্যের সাথে থাকার অঙ্গীকার নিয়ে বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির সহযোদ্ধা হিসেবে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ