Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতার মানে /শ্রীমতী মিঠু ( মিঠু বারিক)

 



 স্বাধীনতার মানে /শ্রীমতী মিঠু  ( মিঠু বারিক) 

স্বাধীনতার এতদিন পরে এসেও  স্বাধীনতার মানে সেই আধরায়... 
সত্যিকারের স্বাধীনতা কি? কাকে বলে স্বাধীনতা?
বাড়েছে দেশে শিশুশ্রমিক , 
যারা  কিনা  আগামীর ভবিষ্যত... 
তারা আজ খাটছে মাঠে ঘাটে।
ছোট্ট ছোট্ট মেয়েরা আজ   পরিচারিকার ছায়া
একেই কি বলে স্বাধীনতা? 
নাবালক দেবশিশুরা কোথায় বাবার চোখে  স্বপ্ন রেখে  আকাশ দেখার স্বাদ নেবে!
তাদের স্বাধীনতা আজ বলি নিরীহ পশুর মতো ...
এটাই কি স্বাধীনতা? 

 "চায়ে গরম চায়ে গরম "  হাঁক দেয়,
"গরম পরেটা গরম পরেটা" বলে ডাক , 
তারা কি পারতো না নিজের সেরাটা উৎসর্গ করতে দেশের জন্য?

স্বাধীনতার এতবছর পরেও  সেই পিছিয়ে দেশ
আজ চিৎকার করে কি বলতে পারি 
আমরা পরাধীন???

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ