Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা/ চিরঞ্জিত দে

 




স্বাধীনতা/ চিরঞ্জিত দে

সেদিন শত শত কোল করেছিল উজার
শোণিতে তাদের জেগেছিল সাড়া,
লোহার শিকল ভেঙ্গে নিমেষে
শ্বেতাঙ্গের বুকে মেরেছিল খাড়া।
কলমে কলমে উঠেছিল গান
আমরা যে এক, আমরা সমান।।

বীরের বুকের রক্ত ধারায়
বহেছিল জীবনের মহাগঙ্গা,
ভারতবর্ষের শাখায় শাখায় শোভে
আজও ফোটে স্বাধীনতার ত্রিরঙ্গা।
রক্তেমাখা আবির রাঙা গৌরব
প্রাণে প্রাণে বাজে জয়ীদের কলরব।।

তোমাদের বলিদান হয়নি আজও ম্লান
সুরে সুরে আছে জয়৺গাথা,
মানবের হোক জয়,মানবতার হোক জয়
মহান দেশ মোদের ভারত ভাগ্যবিধাতা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ