Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা / শ্রী দ্বৈপায়ন



স্বাধীনতা / শ্রী দ্বৈপায়ন 



শ'ফিট দূরে থাকলে জল  
নিরানব্বই ফিট গিয়ে হাল ছাড়লে 
কি আর হবে!!!
এমনি করে পরশমনি থেকে যায় সেই অধরায়...

__________________________________

 দীর্ঘকান্না গুরুত্ব না পেলে
পাহাড় নুড়ি নামিয়ে পথ আটকায়।
তাতেও না'হলে নিজেকে ধ্বসিয়ে
সভ্যতার গতি থামায়।
এমনই হৃদয় - স্বাধীনতা...

____________________________________

দৃষ্টিহীন যদি দিশা ফিরে পায়!
সর্বাগ্রে ছড়িটাকে ছুঁড়ে ফেলে...
যে কিনা সর্বক্ষণের সাথী...ছিল!
জ্ঞান কিংবা স্বাধীনতা
আর আমরা...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ