Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- মুক্তির পথ / মহুয়া হাজরা

 



মুক্তির পথ /  মহুয়া হাজরা


স্বাধীনতা মানে তো মুক্তির স্বাদ 
স্বাধীনতা আমার কাছে জীবনের আস্বাদ! 
ছোট একটা শব্দ স্বাধীনতা,
কিন্তু বিশাল তার গভীরতা। 
স্বাধীনতা আমার কাছে বিরাট প্রাপ্তি 
ছোট্ট শিশু থেকে আবাল-বৃদ্ধ-বণিতা,
সকলেই চায় স্বাধীনতা! 
খাঁচার বন্দী পাখি, সেও তো স্বাধীনতা খোঁজে, 
খোঁজে মুক্তির দরজা,
কিন্তু স্বাধীনতা! সে কি তোমায় খুঁজে পায়?
মানব জাতিও খোঁজে মুক্তির পথ,
পেতে চায় স্বাধীনতা।
পেয়েছি তো স্বাধীনতা কিন্তু বোঝে কি মানে কেউ?
শুধুই হাহাকারের মাঝে ওঠে নাভিশ্বাস!
আর গড্ডালিকা প্রবাহের মতো
 বয়ে চলে জনস্রোতের ঢেউ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ