বিনিদ্র স্বাধীনতা / সুদীপা সাহা
ভারতমাতার কোলে শুভক্ষণে স্বাধীনতা তোমার জন্ম,
সেদিন তুমি ছিলে ভারতবাসীর উন্মাদনার উৎস,
স্বাধীনতার আস্বাদে ছিল অফুরন্ত আনন্দ ,ঠিক যেন
মুক্ত আকাশের বিহঙ্গের ডানা মেলে দেওয়ার।
নিষ্টুর বর্বর ব্রিটিশ শাসনের নিপীড়নে,
গর্জে ছিল নারী পুরুষের অভিশপ্ত কণ্ঠ
অদম্য সাহস ছিঁড়ে ছিল পরাজয়ের লৌহ শিকল
অবশ্যম্ভাবী হল স্বাধীনতার কঠোর সংগ্রাম।
মাতৃভূমির অধিকারের মুক্তিযুদ্ধে মরতে শিখেছিল মানুষ
রক্ত দিয়ে,ফাঁসি বরণে,গুলিবিদ্ধ ভারতমাতার সহস্র সন্তান,
রক্তের স্রোতের বর্ণে ছিল না সাম্প্রদায়িকতার গন্ধ
সেদিন কোটি কোটি মানুষের মনের ভাষা বুঝেছিল স্বাধীনতা।
ভারতমাতার হাতে উড়েছিল তেরঙ্গা জাতীয় পতাকা।
গর্বে বুক ভরিয়েছিল স্বাধীনতার
সঞ্জীবনী মন্ত্র
উদ্দীপনার ধারা অক্ষত থাক কোটি কোটি মানুষের মনে,
বয়সের ভারে অক্ষুন্ন হোক হে মোর দীর্ঘজীবি স্বাধীনতা।

0 মন্তব্যসমূহ