Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)-স্বাধীন / মিতালী পান

 

স্বাধীন / মিতালী পান

পরাধীনতার শৃঙ্খল মুক্ত দেশ
স্বাধীন আমরা স্বচেতনার উন্মেষ
বাক্যে স্বাধীন চিন্তা ভাবনায়
মিলিত এক জাতি নিঃশেষ।

ইংরেজ অধীন মুক্ত দেশ
খুশির জোয়ার মনের আকাশে
আহরণ স্বাধীন সুখ প্রশ্বাসে।

অর্থনৈতিক সামাজিক মানসিক বিকাশে
বলছি শুধু স্বাধীন স্বাধীন,
মনের ভিতর পরাধীন ততদিন
কুসংস্কারমুক্ত না হই যতদিন...

মুক্ত কন্ঠে মুক্ত মনে দূর করে সকল বিভেদ
শৃঙ্খল ভেঙে উন্নত মননে
থাকি যদি আমরা এক বন্ধনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ