Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- আমি নেতাজি / মধুমিতা পাল

 



আমি নেতাজি / মধুমিতা পাল

 বলো তোমরা ...
আমি দূর্দান্ত,আমি সমুদ্র সিঞ্চিত মানব,
তক্ষশীলার প্রস্তর আমি... আমিই সাহসে অসীম 
আর আমি বলি...!!! 
আমি এক স্বীকৃতি হারা  জননী উদ্ধরণ চিহ্নের মতো।
তবুও আমি ভারত সন্তান। 
স্থলকায় পিঞ্জর স্থিত অন্তর- চেয়েছিল যেদিন...শুধুই প্রশস্ত
মুক্তির শিকল...
দিই নি তো হতে 
তাই...তেত্রিশ কোটি ভারতবাসীর ... 
প্রশান্তির জীবন বিফল। 

স্বাধীন বিগ্রহের প্রদীপ্ত দিয়েছি
তোমায় ভারতমাতা, অমর বসু সুভাষ নেতাজীর প্রতিদান পেয়েছি আমি
 শির সিংহাসনে তোমার... 
যগান্তর আসন মোর পাতা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ