Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতা তুমি / রঙ্গনা পাল






স্বাধীনতা তুমি / রঙ্গনা পাল 

স্বাধীনতা তুমি স্বস্তির শ্বাস
খোলা আকাশের বুকে;
স্বাধীনতা তুমি মুক্তি সোপান
চলাফেরা মনোসুখে।
স্বাধীনতা তুমি মিঠে রোদ্দুর
শীতের সকাল বেলা;
স্বাধীনতা তুমি শরতের ভোর
ঝরা শিউলির মেলা।
স্বাধীনতা তুমি আশকারা আর
দিগন্ত ছোঁয়া আশা;
স্বাধীনতা তুমি শ্যামলা মা'য়ের
প্রাণভরা ভালোবাসা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ