Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

সম্পাদক/সম্পাদিকা পরিচিতিঃকবি পূজা নস্কর, সম্পাদিকা, বাঙালি সাহিত্য পর্ষদ

পূজা নস্কর

 কবি পূজা নস্কর জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালের ২রা আগষ্ট।

 হাওড়া জেলার অন্তর্গত আমতা এক নম্বর ব্লকের বানেশ্বরপুর গ্রামে। পিতা শ্রী- শঙ্কর নস্কর

 মাতা- স্বর্গিয়া সন্ধ্যা নস্কর।

স্কুল জীবনী বানেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শিক্ষা পাওয়ার পর অনলিয়া মহামায়া বিদ্যামন্দিরে পাঠরত হন।  উক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন।

তারপর নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন,

বর্তমানে ওই ইউনিভার্সিটি থেকেই বাংলায় স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন।

ছোটবেলা থেকেই লেখার প্রতি আগ্রহ থেকেই কবির লেখা লিখি শুরু,  শতাধিক সাহিত্য পত্রিকায় লেখা প্রকাশ পেয়েছে, বর্তমানে দেশে এবং বিদেশে বিভিন্ন পত্রিকায় লিখে চলেছেন। এবং বিভিন্ন সম্মানের সম্মানিত হয়েছেন।

পরিবেশ বন্ধু সম্মান, কাব্যজ্যোতি, বিবেক জ্যোতি,

বর্তমানে বাঙালির সাহিত্য পর্ষদ নামে এক সাহিত্য সংগঠনের সম্পাদিকা রূপে ভূমিকা পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ