Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- স্বাধীনতার বয়স বেড়েছে /গৌতম তরফদার

 


স্বাধীনতার বয়স বেড়েছে /গৌতম তরফদার (বুদ্ধুরাম) 


স্বাধীনতার বয়স বেড়েছে,
দুর্নীতির মধুমেহ রোগ জব্বর বাসা বেঁধেছে।
সাপ্তপদীন ভুলে রাজনৈতিক ফাঁদে অশান্তির অসুখ,
স্বারাজ্য আজ কুঁজো অন্যায়-অবিচারের ভারে।
সন্ত্রাসের কর্কটরোগে ভুগছে সারাদেশ,
গণতন্ত্র নিজেই সন্দিহান, কোথায় এর শেষ!

তবুও নেতারা দমে না, ভাষণ কমে না,
যেন কত আপনজন! 'জনতা জনার্দন'।


স্বাধীনতার বয়স বেড়েছে,
উলঙ্গ হয়েছে নারী নির্যাতনের পুরোনো রোগ,
'হোক কলরব' এখন গোপন মৃত্যুশয্যায়।
'মোমবাতি মিছিল' ছড়ায় আত্মপ্রচারের আলো,
বয়সী গণতন্ত্রের গলায় সাতিশয় শ্লেষ্মা,
নাড়িয়ে দেবে - সারিয়ে দেবে, এমন ওষুধ কই !

স্বাধিকারের নামে অহরহ ঝান্ডা তুলি,
'দেশের প্রতি কর্তব্য' কেমন করে ভুলি!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ