সম্পাদক/সম্পাদিকা এবং অধিভুক্ত পত্রিকার পরিচালক মণ্ডলী জন্য লেখা আহবানঃ
বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি'র এই ব্লগজিন এইমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিলক্ষিত হচ্ছে,তাই শুধু পরিচিতি কেন? নিয়মিত আপনাদের লেখার সাথে পরিচিত হোক বিশ্বের সকল পাঠকবৃন্দ। ফেসবুকের লেখা আপনার বন্ধু মহলে সীমাবদ্ধ, কিন্তু বল্গজিন বিশ্বে উন্মুক্ত সেই উদ্দেশ্যে সকল সম্পাদক/সম্পাদিকা এবং অধিভুক্ত পত্রিকার পরিচালক মণ্ডলী তাঁদের লেখা এই ব্লগজিনে প্রকাশ করতে পারবেন। লেখা আহবান শর্ত নিচে দেওয়া হল
কবিতা,গল্প,প্রবন্ধ,রম্য রচনা, ফিচার ইত্যাদি বিষয়ে লেখা দেওয়া যাবে ।
লেখা কেবল মাত্র সম্পাদক/সম্পাদিকা এবং অধিভুক্ত পত্রিকার পরিচালক মণ্ডলী পাঠাবেন।
অধিভুক্ত পত্রিকার পরিচালক মণ্ডলী কোন পত্রিকার পরিচালক মণ্ডলীতে আছেন জানাতে হবে।
১। লেখা ইমেইল biswabangiyasahitykalaacademy@gmail.com বা হোয়াটস্যাপ নম্বর ৮২৪০৯৪৪৬৫০ পাঠাবেন
সুতরাং পাঠিয়ে দিন, লেখক/লেখিকার একটি পরিস্কার ছবি এবং ওপরে বিষয়ের ওপর লেখা । লেখাটি সম্পূর্ণ মৌলিক এবং অপ্রকাশিত হতে হবে।
লেখাটি প্রকাশিত হলে নিজের টাইম লাইনে শেয়ার করতে হবে।

0 মন্তব্যসমূহ