Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)- আছে অন্তরে / রঞ্জন ভাওয়াল

 


আছে অন্তরে  / রঞ্জন ভাওয়াল


চির অম্লান বিজয় পতাকা 
উঠছে ছিয়াত্তর বছর ধরে 
পনেরো আগস্ট স্বাধীনতা দিবস  
প্রত্যেক ভারতবাসীর আছে অন্তরে।    

রক্ত ভেসেছে মাতৃভূমির বক্ষ 
ক্রদনরত মায়ের প্রাণ 
জীবন বলিদানে অর্জিত স্বাধীনতা  
কন্ঠে মাতৃবন্দনার গান।  

বিনয়, বাদল, দীনেশ, সূর্য  
ক্ষুদিরাম আর সুভাষ  
তাঁদের সৌম্য বিরত্বে গাঁথা  
রচিত মোদের ইতিহাস। 

আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে 
খুশিতে আত্মহারা  
আবেগপ্রবণ পতাকা তুলে  
সাজায় বেদী ত্বরা।  

স্মরণীয় যারা বরণীয় তারা 
রেখেছে দেশের মান 
এসো মোরা সবে মিলে আজ 
জানাই তাঁদের সন্মান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ