কবি পরিচিতি:
কবি ও সাহিত্যিক মীনা কুমারী দেবী, সাধারণ গৃহিনী।
পিতা --রমেশচন্দ্র নাথ,মাতা--মান্যদা দেবী, স্বামী --মদনমোহন দেবনাথ, পুত্র --অশোক নাথ ও মলয় দেবনাথ,কন্যা--জ্যোৎস্না দেবনাথ ।
জন্মস্থান --মেঘালয় রাজ্যের শিলং শহরে ।
স্থায়ী ঠিকানা --পানিসাগর, উত্তর ত্রিপুরা ।
সম্পাদিকাঃ দিকবিদ্যা সাহিত্য পত্রিকা ।
দিকবিদ্যা রীতি কাব্যশৈলীর উদ্ভাবক।
একক কাব্যগ্রন্থ --মোট ১৬-টি(ষোলো টি), কাশফুলের রাণী, ত্রিবেণী সঙ্গম, জীবনের কথা, নীল নদীর ধারে, সপ্তপদী, তুমি মোর মেঘমালা,হীরক-ঊজ্জ্বলা, পরশপাথর, পঞ্চবটী বনে সতী,দিগ্বাসিনী, সপ্তশব্দক পাখি, খুঁজে ফিরি শঙ্খ ঝিনুক,ত্রিনয়নী হৃদয়ে, হৃদয়ের কল্পতরু, নীল বসন্ত, সৃষ্টি সুখের উল্লাসে ।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কাশ ফুলের রাণী ।
বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখি ।

0 মন্তব্যসমূহ