![]() |
প্রবীর দে |
উত্তর দমদমের বিরাটিতে বসবাস। শিক্ষকত,গবেষণা,সাহিত্য চর্চা প্রথিতযশা নিউজ ম্যাগাজিনে নিয়মিত কলামিস্ট। এভাবেই আলো খুঁজে বেড়ানো। কবিতা ছাড়াও চর্চার বিষয়ঃ গবেষণা মূলক প্রবন্ধ রচনা, রম্য রচনা(জিপিদা চরিত্রের স্রষ্টা) এবং ছোট গল্প। প্রকাশিত গ্ৰন্থের সংখ্যা ১১ টি , তার মধ্যে একক কাব্যগ্ৰন্থ চারটি। বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত লিটল ম্যাগাজিন আবহমান সাহিত্য পত্রিকার সম্পাদক এবং মেঘদূত সাহিত্য পত্রিকার সভাপতি।

0 মন্তব্যসমূহ