সুপ্রিয় ব্যানার্জী, হুগলী জেলার তারকেশ্বর থানার অন্তর্গত কেটেরা গ্রামে ২১ মে ১৯৯২ সালে। পিতা - স্বর্গীয় তাপস ব্যানার্জী, মাতা - বিজলী ব্যানার্জী
পড়াশোনা - তারকেশ্বর ডিগ্রী কলেজ থেকে স্নাতক ও ফিজিয়থেরাপি সায়েন্স এর উপর অ্যাসিস্ট্যান্ট কোর্স। লেখালেখি ছোটবেলা থেকে কবিতা, গল্প লেখা, গান লেখা, এবং বিভিন্ন স্তরে কম্পিটিশন এ আবৃত্তি প্রতিযোগিতায় অনেক পুরষ্কার । বি. দ্র. (তারা টিভির পক্ষ থেকে প্রশংসা পত্র) গান বাজনায় ছোটো থেকে স্টেজ পারফর্ম, প্রায় ৭টা অর্কেস্ট্রা টিমের সাথে বিভিন্ন জেলায় বাংলা গানের অনুষ্ঠান করা।
নিজের লেখা (পুলিশ ভাই) গান, বাংলা থেকে বাংলাদেশ ব্যাপী জনপ্রিয়। বাংলাদেশ পুলিশ ও হুগলী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
সাহিত্য চর্চায় আজও যুক্ত, কবিতা, গল্প লেখা নিত্য অভ্যাস ছাড়াও,"কলমে তারকেশ্বর"সাহিত্য পত্রিকার সম্পাদক। বঙ্গ আওয়াজ সংগঠনের সাথে যুক্ত, যাতে বাংলা ভাষা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পায়।

0 মন্তব্যসমূহ