Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বপন কুমার সরকার, সম্পাদক, মনের মানুষ সাহিত্য পরিবার পত্রিকা

স্বপন কুমার সরকার

 

পরিচিতি


বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত"মনের মানুষ সাহিত্য পরিবার পত্রিকা"কোচবিহার জেলার বাণেশ্বর থেকে অনলাইন ও অফলাইন দুদিক থেকে সমান

উৎসাহে সাহিত্য সাধনায় ব্রতী। অনলাইনে আমাদের সাপ্তাহিক ও মাসিক প্রতিযোগিতা মূলক ইভেন্টের পাশাপাশি রয়েছে দশপদী কবিতা প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক লেখনী প্রতিযোগিতা, শিশুতোষ ছড়ার আসর,মাসিক গল্পের আসর ইত্যাদি।
      অফলাইনে আমরা বছরে দুটো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি মহা সম্মেলন করে থাকি।স্বপন কুমার সরকার সম্পাদিত যৌথ কাব্য- সংকলন "চিত্রাঙ্গনা"প্রতি বছর ২৬শে মার্চ উত্তর পূর্ব ভারতের একঝাঁক কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিকদের  নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।"আমাদের অঙ্গীকার সাহিত্যে আনবো জোয়ার"-এই এজেন্ডা সামনে রেখে
প্রতি বছর শারদীয় সংখ্যা"পাশাখা" লিটলম্যাগ, প্রকাশিত হয় ভারত ও বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী অঞ্চলের শতাধিক লেখক লেখিকার গল্প, কবিতা, প্রবন্ধ, বিজ্ঞান বিষয়ক নিবন্ধ, ভ্রমণ অভিজ্ঞতা মূলক রচনা, উপন্যাস ইত্যাদি রচনা নিয়ে। এছাড়াও রয়েছে সুলভ মূল্যে একক কাব্য গ্রন্থ, গল্প গ্রন্থ ইত্যাদি প্রকাশ। সম্পাদক স্বপন কুমার সরকার মহাশয়ের সম্পাদনায় এ পর্যন্ত মনের মানুষ সাহিত্য পরিবার পত্রিকা থেকে প্রায় পঞ্চাশটির অধিক  একক কাব্য গ্রন্থ ও অন্যান্য বই প্রকাশিত হয়েছে।
মনের মানুষ সাহিত্য পরিবার পত্রিকা।
বাণেশ্বর - কোচবিহার -পশ্চিমবঙ্গ-ভারত।
প্রতিষ্ঠা - ২৬ শে মার্চ ২০১৭.
সম্পাদক -স্বপন কুমার সরকার, সভাপতি -রীনা পন্ডিত, মূখ্য উপদেষ্টা - সঞ্জয় কুমার মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ