স্বাধীনতা অধিকার / শ্রী রাজীব দত্ত
পরাধীন ভারতবর্ষ অত্যাচারের পটভূমি,
আহ্বান, স্বাধীনতা পেতে এগিয়ে এসো তুমি।
স্বাধীনতা তোমার আমার অধিকার
স্বাধীনতা মোদের অঙ্গীকার।
স্বাধীনতায় হাজারো প্রাণ বলিদান
কত বিপ্লবী সঁপেছে যে প্রাণ।
কত রক্ত ঝরেছে এই স্বাধীনতার বদলে,
কত মা হারিয়েছে কলের সন্তান,
রক্তে ভেজা স্বাধীনতা দেয় যে তারই প্রমাণ।
শিরায় ধমনীতে স্বাধীনতা আন্দোলন,
জেগে উঠেছিল হাজারো তরুণ-তুর্কির মন।
নেতাজী সুভাষ কিংবা ক্ষুদিরাম,
শত শত বিপ্লবীর চরণে হাজারো প্রণাম।
স্বাধীনতা তোমার আমার অধিকার,
স্বাধীনতা মোদের অঙ্গীকার।

0 মন্তব্যসমূহ