Header Ads Widget

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি (Reg No:1900200271/2023)

স্বাধীনতার মহোৎসব ( স্বাধীনতা তোমার কবিতায়)-কাল উত্তরণে/ কৌশিক শীল

 



কাল উত্তরণে/   কৌশিক শীল



 কিছুর মূল্যায়ন হতে অনেকটা সময় লাগে,
  দেশ কিভাবে চলছে বুঝতে সময়ের দর্পণ প্রামান্য দলিল। 
বিগত সময়ে প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ,
 বিশ্বজুড়ে নানা সংকট - অন্যান্য দেশের মধ্যে
 যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, জ্বালানি সমস্যা, খাদ্য, ওষুধ ও প্রতিষেধক, অর্থনৈতিক সমস্যা,
 অন্তরদেশীয় কলহ - আইন, সীমানা ও নদীর জল বন্টন ইত্যাদি নিয়ে রাজ্যগুলির মধ্যে,
  অসংখ্য বিষয়ে নজরে সময়ের দর্পণের প্রতিচ্ছবি কালোত্তোরণে। 
 সাধারণ মানুষের প্রশ্নে, সংবিধানের মৌলিক অধিকার গুলি ...
বাস্তবায়নের প্রচেষ্টা কতখানি তা প্রণিধানযোগ্য।
 জনমোহিনী নয়, জনহিতে কঠোর নিয়ম নির্দেশ দেশের উন্নয়নে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ